মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পিকআপের নিচে চাপা পরে আফসার
আলী (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে
নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভীমপুর ইউপির পীড়ার মোড় নামক স্থানে। নিহত আফসার আলী পীড়া
গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান,
এদিন দুপুরে সবজি বিক্রির জন্য আফসার আলী তার
বাড়ি থেকে হাট চকগৌরী বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে
রাস্তার পাশে উল্টে যায়। এতে পিকআপের নিচে চাপা পরে ঘটনাস্থলেই আফসার আলীর মৃত্যু হয়।
এ সময় পিকআপ চালক পালিয়ে যায়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল
আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।