মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: “প্রযুক্তির খারাপ দিক ছাড়, বই পড়ার অভ্যাস গড়” এই
শ্লোগানকে সামনে রেখে মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের গ্রন্থাগারিক ও
সাংবাদিক লিয়াকত আলী বাবলুর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও
পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার রামরায়পুর
ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, সাংবাদিক ও প্রভাষক
আজাদুল ইসলাম আজাদ ও উদ্যোক্তা সাংবাদিক লিয়াকত আলী বাবলু। মাদ্রাসা পরিচালনা
কমিটির সভাপতি মো: নেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য
রাখেন মাদ্রাসার সুপার জনাব মো: আক্তারুজ্জামান, শিক্ষক মো: এনামুল হক, শিক্ষার্থী ফজলে
রাব্বী প্রমুখ।