মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত
বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি কুয়েট শিক্ষার্থী আবু সাঈদ (২০) এর পরিবারকে
আর্থিক সহায়তা প্রদান। মঙ্গলবার দুপুরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল
আমিন ছাত্রদের পক্ষ থেকে তার অফিসে আবু সাঈদের বাবার হাতে অনুদানের এ অর্থ তুলে দেন।
আবু সাঈদ কলেজ পাড়ার মো. মোকসেদুর রহমানের ছেলে ও কুয়েট শিক্ষার্থী।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আমিনুল হক, মেহেদী হাসান, মাহী, মুন্না, সম্রাট, সাখাওয়াত,
সাইফুল, আরাফ, সিয়াম, জিসান, জয় প্রমূখ। গত ১২ আগষ্ট দুপুরে বাড়ি থেকে
জাহাঙ্গীরপুর সরকারি কলেজের কলেজের সামনে পৌঁছালে দ্রæত গামী একটি পিকআপের ধাক্কায়
একটি হাত ও বেশ কয়েকটি দাঁত ভেঙে যায়। এছাড়াও শরীরের অনেক স্থানে আঘাত পেয়ে গুরুতর
আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
রেফার্ড করেন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরে
আসেন।