1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
মহাদেবপুর সড়কে আরসিসি ঢালাই কাজে ব্যপক অনিয়মের অভিযোগ » Daily Bogra Times
Logo শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
নাটোরে বিএনপি নেতাকর্মীদের ওপর যুবলীগের হামলা, আহত ১১ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হলিউড তারকারা কে কার পক্ষে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬ বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত আজ বগুড়ায় আসছেন আমীরে জামায়াত ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা সারিয়াকান্দিতে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল  পত্নীতলায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত  সংবিধান নিয়ে পিনাকী ভট্টাচার্য যা বললেন দুইদিন পর আমরা ক্যাপ্টেন খুঁজে পাব না : হাবিবুল বাশার রাজশাহীর পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ শুল্ক কমলেও বগুড়ায় বাড়ছেই চাল ও আলুর দাম যুক্তরাষ্ট্রকে ‘ময়লার ভাগাড়’ বললেন ট্রাম্প গণঅভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের তালিকা পুনরায় প্রকাশ ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকা আনজুমান আরার অন্য রকম বিদায়

মহাদেবপুর সড়কে আরসিসি ঢালাই কাজে ব্যপক অনিয়মের অভিযোগ

মো. আইনুল হোসেন,
  • বুধবার, ১০ জুলাই, ২০২৪
মহাদেবপুর সড়কে আরসিসি ঢালাই কাজে ব্যপক অনিয়মের অভিযোগ
print news

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা
প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা শহরের বক চত্বর এলাকায় পুর্বের
পিচঢালা পাকা সড়কের ওপর আর আরসিসি ঢালায়ের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ
উঠেছে। গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকায় পাকা রাস্তার ওপর আর
আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। সারাদেশের মতো সড়ক ও জনপথ বিভাগ এ
উপজেলার প্রধান প্রধান সড়ক পূণ:নির্মাণসহ প্রশস্তকরণ এবং আর আরসিসি রাস্তা
নির্মাণ কাজ চলমান রেখেছে। সড়ক ও জনপথ বিভাগ নওগাঁ জেলা সদর থেকে আত্রাই, বদলগাছী ও
মহাদেবপুর এবং মান্দা থেকে নিয়ামতপুর উপজেলার ছয়টি সড়কে মোট ১৪টি প্যাকেজে ১
হাজার ১শ’ ২০ কোটি টাকা ব্যয়ে আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

মহাদেবপুর অংশে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ১শ্#৩৯; ২০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে নওগাঁ-
মহাদেবপুর-পতœীতলা সড়কের চৌমাসিয়া নওহাটা ে মোড় থেকে আখেড়া পর্যন্ত, আখেড়া
থেকে কালুশহর মোড় পর্যন্ত এবং কালুশহর মোড় থেকে পতœীতলা বিজিবি ক্যাম্প পর্যন্ত
প্রতি প্যাকেজে ৯ থেকে ১০ কিলোমিটার। এছাড়া মহাদেবপুর উপজেলা সদরের মাছের মোড়
থেকে ছাতুনতলী নতুনহাট পর্যন্ত ০ থেকে ৯ কিলোমিটার। ইতোমধ্যেই এসব প্রকল্পের
অধিকাংশ কাজ শেষ করা হয়েছে। এর মধ্যে সবশেষ প্যাকেজ মাছের মোড় থেকে ছাতুনতলী নতুন
হাট পর্যন্ত সড়ক হবে ১৮ ফুট চওড়া এবং বাজার এলাকায় হবে ২৪ ফুট আরসিসি ঢালাই।

এসব সড়কে প্রয়োজনীয় স্থানে নতুন ব্রিজ ও কালভার্টও নির্মাণ করা হবে। এ প্যাকেজের
বিভিন্ন অংশে পুর্বের পাকা সড়ক উঠিয়ে সেখানে মাটি ভরাট, বালি খোয়ার সোলিং দিয়ে
কম্প্যাক করার পরে তার উপর আরসিসি ঢালাই দেয়া হলেও উপজেলা শহরের বক চত্বর এলাকায় পুর্বের
পাকা রাস্তার ওপর আরসিসি ঢালাই দেয়া শুরু করেছে। বক চত্বর এলাকায় পুর্বের পাকা সড়ক না
উঠিয়ে তার উপর আরসিসি ঢালাই দেয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে উপজেলা শহরের এ স্থানে পানি নিস্কাশনের তেমন কোন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই
সড়কের উপর পানি জমা হয়ে থাকে।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাছের মোড় থেকে
বকের মোড় হয়ে নতুন ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের বিষয়টি আমলে না
নিয়ে নানা অনিয়মের মধ্য দিয়ে পুরোনো পাকা রাস্তার ওপর আরসিসি ঢালাই কাজে ঠিকাদারি
প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন। এসব নিয়ে সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সিডিউল মেনেই এ রাস্তার সিসি ঢালাই কাজ করা হচ্ছে দাবি করে, সড়ক ও জনপথ বিভাগের
নওগাঁর পতœীতলা উপ-কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী নুর আহমেদ বলেন, ওই এলাকার সড়কের
থিকনেস ভালো থাকাসহ পানি নিস্কাশনের চেম্বার থাকায় পুরোনো পাকা সড়ক উঠানোর
প্রয়োজন হচ্ছেনা। তবে একই প্যাকেজের সিডিউলে দুই ধরনের কাজ হতে পারে কি এমন
প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
DMCA.com Protection Status
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews