মোঃ রওশন আলম মান্দা নওগাঁ- নওগার মান্দা উপজেলার ১নং ভারশো ইউপির চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১নভেম্বর) বেলা ৩টায় দেলুয়াবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুস্তাফিজুর রহমান সুমন মান্দা উপজেলার ১ নং ভারশো ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মেহের আলী মন্ডলের ছেলে ও ভারশো ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়,চাঁদাবাজি, অগ্নিসংযোগ,ও বিস্ফোরক দ্রব্য আইনে উজায়ের নবী নামের এক ব্যক্তি মান্দা থানায় মামলা করেন। মামলার এজারভুক্ত আসামি ছিলেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর রহমান বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।