মোঃ রওশন আলম,নওগাঁঃ নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার সময় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টিটিহারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর (৪৫) টিটিহারি গ্রামের মৃত নছের উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক সক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।