মোঃ রওশন আলম নওগাঁ– ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তিতে শহীদ ও আহতদের স্মরণে নওগাঁর মান্দায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টম্বর) বেলা ১১ টায় মান্দা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এ ছাড়াও আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসারও দাবি জানান তারা। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বানও জানানো হয় কর্মসূচি থেকে।