শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ২ টার দিকে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মোকামতলা মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান। সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দি জিনিয়াস একাডেমির পরিচালক মোখলেছার রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পঙ্কজ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি জেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ আলী, কোষাধ্যক্ষ ওয়াসিম আহম্মেদ, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ লিটন,কার্যনির্বাহী সদস্য সাবিত হোসেন প্রমুখ।