স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে সোমবার মিরপুরে যুব বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত এশিয়া কাপের দলটি রেখে দিয়েছে হান্নান সরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
যুব দলের অধিনায়ক হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করছিলেন আহরার আমিন। তবে এশিয়া কাপের আগে নেতৃত্ব দেওয়া হয় মাহফুজুর রহমান রাব্বিকে। বিশ্বকাপে তার ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। রাব্বির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন আহরার আমিন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আশিকুর রহমান শিবলী, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রাফিউজ্জামান, রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসী সিদ্দিকি, মারুফ মৃধা।