রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’ পালিত হয়েছে। শনিবার সকালে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে এ দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় রাজবাড়ী পুলিশ লাইন্স প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।পরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কোর্ট পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান, দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্য মো. বাচ্চু আলমের স্ত্রী মোছা. রোকেয়া বেগম, নিহত কনস্টেবল রনির বাবা পিয়ার আলী স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
এ সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান, পাংশা মডেল থানার অফিসার ইনাচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদারসহ অন্যান্য থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।