1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
রাজশাহীতে বসে রংপুরে অফিস করেন বিটিসিএল এর জিএম-২ আব্দুল মালেক » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইসরায়েলের প্রশ্নে ইরান ‘দ্বিধা’ করবে না : খামেনি ভিজিডি কার্ডের ১৮ মাস চাল না দেওয়ার অভিযোগ ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় গংগাচড়া বেতগাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর শাখা অফিস উদ্বোধন  শেখ হাসিনার কীভাবে প্রায় অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে : টাইম ম্যাগাজিন বেনাপোলে রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ ইসলামিক ফাউণ্ডেশনের নামে বসে বেতন নিচ্ছেন শিক্ষক, নেই কোন নজরদারি  আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দুইটি হুইল চেয়ার উপহার  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ১৫১ আলেমের বিবৃতি শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত

রাজশাহীতে বসে রংপুরে অফিস করেন বিটিসিএল এর জিএম-২ আব্দুল মালেক

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯ বার পঠিত
রাজশাহীতে বসে রংপুরে অফিস করেন বিটিসিএল এর জিএম-২ আব্দুল মালেক
print news

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: রংপুর বিটিসিএলের জিএম-২ আব্দুল মালেক এর বিরুদ্ধে অনিয়ম ও সেচ্ছাচারিতার  অভিযোগ তুলেছেন রংপুর বিটিসিএল এর কর্মকর্তা  কর্মচারীরা। তারা বলেন চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখে রংপুর কার্যালয়ে পদন্নতির মাধ্যমে যোগদান করে সপ্তাহ খানিক অফিস করে রাজশাহীতে চলেযান আর অফিসে ফিরে আসেন নি।রাজশাহী থেকে ইমেইল ও মোবাইল ফোনের মাধ্যমে অফিস পরিচালনা করেন। ফলে দাপ্তরিক কাজকর্ম মারাত্মক ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বিটিসিএল (বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেড)রংপুর কার্যালয়ে গেলে কর্মকর্তা-কর্মচারিরাএসব অভিযোগ করেন। হঠাৎ তার অনুপস্থিতের বিষয়টি অনেকে কাছে রহস্যজনক মনে হচ্ছে। জানাগেছে,রংপুর বিটিসিএলের অধিক্ষেত্রে দশটি জেলা রয়েছে। এই ১০ টি জেলার রংপুর বিটিসিএলের জিএম অফিস থেকে বিটিসিএল এর যাবতীয় দাপ্তরিক কাজের সমন্বয় হয় জিএম-২ রংপুর অফিস থেকে। জিএম আব্দুল মালেক সশরীরে অফিসে উপস্থিত না থাকায় দাপ্তরিক ও কারিগরি কাজে ব্যাঘাত হচ্ছে। অনেক সরকারি কর্মকর্তা এবং গ্রাহক মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আব্দুল মালেকের সাথে সাক্ষাৎ করতে এসে তাকে না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে বিটিসিএল এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে ও কর্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে বলে জানান একাধিক কর্মকর্তা।

কারিগরি প্রশাসনিক দাপ্তরিক কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি অনেকে চেকের মাধ্যমে সরকারি রাজস্ব জমা করে থাকেন কিন্তু জিএম না থাকায় তা হচ্ছেনা। গ্রাহক পর্যায়ে বিল পরিশোধ, বকেয়া উত্তোলন, কারিগরি পর্যায়ে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল,কারিগরি ত্রুটির সম্মুখীন হচ্ছেন গ্রাহকেরা। 

বিটিসিএল সূত্র জানায়, রাজশাহীতে  নিজ বাসায় বসে ইমেইলের মাধ্যমে অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করার  ফলে অফিসিয়াল কর্মকর্তাদের তার ইনস্ট্রাকশন মেইনটেইন করা সম্ভব হচ্ছে না। ফলে অফিসের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে।

সেই সাথে তার বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও খামখেয়ালি পোনার অভিযোগ উঠেছে।তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাক্তিগত আক্রোশের জেরে প্রায় ৪৫ থেকে ৬০ জনকে বদলি করে এতে ১০ জেলার বিটিসিএল এর কর্মকান্ডে ব্যাপক হযবরল অবস্থা তৈরি করে কর্মপরিবেশ নষ্ট করেছে। এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বিটিসিএল এর ১০ জেলার সম্বনয়ে ৩ টি ডিজিএম কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা গণ সাক্ষর করে উর্ধতন কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দায়ের করেন।

অনুসন্ধানে রংপুর বিটিসিএল অফিসে গেলে উঠেআসে  জিএম আব্দুল মালেকের বিরুদ্ধে ভয়াবহ তথ্য। তার নামে অভিযোগে গণ সাক্ষর করা কর্মকর্তা কর্মচারীদের নানান ভাবে বদলি ও চাকরি চুত্যির হুমকি দিয়ে আসছেন অনবরত।জানা গেছে হাতে গোনা কতিপয় অসাধু কর্মকর্তার ছত্রছায়ায় আব্দুল মালেকের এরকম বেপরোয়া আচরণ এবং শিষ্টাচার বহির্ভূত  কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে যা বিটিসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরেও তার বিরুদ্ধে কোন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করে উল্টো আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে যাতে রংপুর অফিসে অনুপস্থিতির বিষয়টি বৈধতা পায়।এমতাবস্থায় রংপুর তার প্রেষণাদেশ বাতিলের দবিতে  ১০ জেলায়  কর্মবিরতি পালন করছেন জিএম এর অধিনস্ত কর্মকর্তারা।কর্ম বিরতিতে থেকে গ্রাহক সেবা দিলেও যোগ দেননি কনো মিটিং এ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর বিটিসিএলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আব্দুল মালেক দাম্ভিকতার সহিত বলেন,আপনারা সংবাদ করেন আমার সমস্যা নেই,আমি এখন রাজশাহীতেই অফিস করি তিনটি সম্বনয় অফিস আমার দায়িত্বে,আনিত অভিযোগ মিথ্যা,একসাথে এতগুলো কর্মচারীদের বদলি করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন অফিসের প্রয়োজনে করেছি।

লিখিত অভিযোগ থাকার পরও কি ভাবে অতিরিক্ত দায়িত্ব পেলো জানতে চাইলে বিটিসিএল এর এমডি মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন অভিযোগ পেয়েছি,তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছি,আগামি তিন দিনের ভিতর প্রতিবেদন জমাহবে।তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে ব্যাবস্থা গ্রহন করা হবে।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews