রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বেলাল উদ্দিন সোহেল। বুধবার ভোটগ্রহণ শেষে ১০৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৭৩৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৬৮ ভোট।
এ ছাড়া তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ হাজার ৩১৬ ভোট বেশি পেয়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৩৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৯ ভোট।