মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি -রাজশাহীর চারঘাটে ৬৫৫ পিচ ইয়াবা সহ মাদক ব্ঢ়নসায়ীকে গ্রেপ্তার৷ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম ওরফে টুটুল।
রাজশাহীর চারঘাটে ৬৫৫ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে টুটুল (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫
শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯ টার দিকে চারঘাট থানাধীন মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত টুটুল রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
র্যাব-৫ জানায়, শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯ টার দিকে চারঘাট থানাধীন মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম ওরফে টুটুল কে ৬৫৫ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১ টি মোবাইল ও ১ টি সীমকার্ড জব্দ করা হয়। :
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা করা হয়।