গৌরব প্রসাদ সাহা,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতোয়ার রহমান কে সভাপতি এবং ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে নওগাঁর ধামইরহাট উপজেলার রাজশাহীতে বসবাসকারীদের নিয়ে গঠিত সংগঠন রাজশাহীস্থ ধামইরহাট উপজেলা সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৯ মার্চ) বিকেল পাঁচটায় রাজশাহীর মালোপাড়ার আল রহমান ভবনে ৪ জন উপদেষ্টাসহ মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এটি মূলত একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবামূলক সংগঠন।
নবগঠিত কমিটির সন্মানিত উপদেষ্টা মণ্ডলীদের মধ্য রয়েছেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মাহবুবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মোস্তফা জাহিদ, রাজশাহী মেট্রোপলিটনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজিজুৃল হক সরকার এবং অন্যান্যদের মধ্য রয়েছেন সহসভাপতি দেওয়ান মো. বদরুদ্দোজা জয়, রুমানী আখতার জাহান রুমা, মো. আব্দুল্লাহ আল মাহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত, ইন্জিনিয়ার মোঃ শাহরিয়ার জাকির রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হোসাইন, মোঃ আবদুর রহমান, অর্থ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. এনামুল হক, দপ্তর সম্পাদক মো. ফয়সাল আজম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, মহিলা সম্পাদক মোসা. ডেইজি আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক জেসমিন নাহার ও সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক দেওয়ান মরিয়ম সুলতানা তন্নি।