রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নার্সিং মিডওয়াইফারিরা ৩ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক,অতিরিক্ত মহাপরিচালক,পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারন পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের
১দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মবিরতি পালন করা হয়।মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে কর্মবিরতি চলাকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একদফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন,সিনিয়র নার্স ইনচার্জ সালমা সুলতানা,নার্স সীমা আক্তার,ফেরদৌসি বেগম,আম্বিয়া খাতুন,সুরাইয়া আক্তার,মাহফুজা আক্তার শাম্মী আক্তার ও মুন্নি খন্দকার প্রমূখ।