মোঃ গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি -রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদকে বিভাগের সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ওই বিভাগের সভাপতি বরাবর দেওয়া লিখিত অভিযোগপত্রে অধ্যাপক মুসতাক আহমেদকে অপসারণের দাবি জানান বিভাগের শিক্ষার্থীরা। অর্থ আত্মসাৎ, নারী শিক্ষার্থীদের হয়রানি, ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়ন পত্র প্রদান, একাডেমিক পরিসরে দুর্নীতিসহ নানা অভিযোগে এ দাবি জানান তারা। স্নাতক পর্যায়ের ২০৯ শিক্ষার্থীদের মধ্যে ১৯২ জন শিক্ষার্থী তার অপসারণের দাবিতে অভিযোগপত্রের সংযুক্তিতে স্বাক্ষর করেন। অভিযোগপত্রের শেষে বেশকিছু প্রমাণাদিও সংযুক্ত করেন তারা।
অধ্যাপক মুসতাক আহমেদের অপসারণ না হওয়া পর্যন্ত বিভাগের কোনো একাডেমিক কার্যক্রমে তিনি অংশ নিতে পারবেন না এ দাবি জানিয়ে বিভাগের সভাপতি বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। এ অভিযোগের ভিত্তিতে বিভাগের একাডেমিক কমিটি তার অব্যাহতির সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কমিটির সর্বসম্মতিক্রমে তাকে অব্যহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো অভিযোগের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এ অব্যাহতি বলবৎ থাকবে।