ইউনিয়ন ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের অভিযোগ পুরনো। ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারীরা (তহশিলদার) দীর্ঘদিন এক স্থানে কর্মরত থাকলে এই অভিযোগের পাল্লা আরও ভারী হয়। গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পেতে নানারকম অনৈতিক পন্থা নেওয়ার অভিযোগও মাঝে মাঝে ওঠে। সেই অভিযোগ থেকে পরিত্রাণ পেতে স্বচ্ছতার নজীর স্থাপন করেছেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
তার উদ্যোগে জয়পুরহাট জেলা প্রশাসন একই কর্মস্থলে তিন বছরের ঊর্ধ্বে পদায়িত আছেন এমন ১৮ (আঠারো) জন ইউনিয়ন ভূমি সহকারী/উপসহকারী কর্মকর্তাদের প্রকাশ্যে লটারির মাধ্যমে বদলি করেছে।
,