লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে চিকিৎসা নিতে যাবার পথে মাইক্রোবাস ও অটো রিকশার সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই ) দুপুরে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা জামতলা তিনখুঁটি নামক স্থানে এদূর্ঘটনা ঘটে। নিহত মা ও মেয়ে উপজেলার উধনপাড়া মাহাবুব আলম ( বিজন) এর স্ত্রী সন্তান।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, মা ও মেয়ে নিজ বাড়ী থেক চার্জার ভ্যান যোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যাওয়ার পথে জামতলা তিনখুঁটিতে রাজশাহী এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী মাইক্রোবাস পেছন থেকে অটোকে ধাক্কা দিলে গাড়িতে থাকা মা ও মেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে এমতা অবস্থায় স্থানীয়রা ঘটনা স্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাসকে আটক করলে করলে ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দ করেছে। এমতাবস্থায় মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।