1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
শিক্ষা ব্যতিত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়-জেলা প্রশাসক বগুড়া  » Daily Bogra Times
Logo শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাঁচবিবিতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী-শাহজাহানপুর কাঁচা সড়কটি পাকাকরণ না হওয়ায় দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী ধর্ষণ বিষয়ে যা বললেন অভিনেত্রী মম মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর রায়পুরায় বিজয় দিবস,শহিদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ                                                        নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করে এখন লেখাপড়ার পাশাপাশি সংসার চালাচ্ছে শারমিন আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা ডিমলায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাঁথিয়ায় হাটে পিতা-পুত্রকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন আটক সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানববন্ধন  সিংড়ায় অর্থনৈতিক শুমারী’র ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী ৫ মাস পর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

শিক্ষা ব্যতিত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়-জেলা প্রশাসক বগুড়া 

মোঃ রুবেল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শিক্ষা ব্যতিত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়-জেলা প্রশাসক বগুড়া 
print news

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম বলেন, আজকের শিশু আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। শিক্ষা ব্যতিত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিত হয়ে  শিক্ষা গ্রহণে এগিয়ে আসতে হবে। আগামী দিনে আজকের শিক্ষার্থীরা  জেলা প্রশাসক, ইউএনওসহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা হবে।  তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে স্মার্ট ফোন ব্যবহারে সীমাবদ্ধ রাখুন। আমার সন্তানকে শিক্ষার ক্ষেত্রে শিক্ষক বাতায়নসহ বিভিন্ন শিক্ষা মূলক কন্টেন দেখতে উৎসাহিত করুন এবং সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান। তাহলে আপনার সন্তান এদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ কাল ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার করার কারণে অনেক শিক্ষার্থীরা অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে এবং বিপদগামী হচ্ছে। এমনকি কিশোর গ্যাং এর মত অপরাধে সাথে জড়িত হচ্ছে। তাই শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস ব্যবহারে সর্তক থাকতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বাল্য বিবাহ একটি সামাজি ব্যধি। সমাজকে এগিয়ে নিতে হলে বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে। 

Screenshot 11 39

বৃহস্পতিবার বেলা ১২ টায়  শিবগঞ্জ উপজেলা প্রশাসনের  আয়োজনে পৌরসভার নাটমরিচাই (ভূরঘাটা) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোষক, স্কুল ব্যাগ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন। 

অত্র বিদ্যালয়ের সভাপতি মফিজুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক নব-নির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারি শিক্ষা অফিসার এমদাদুল হক,  ভারপ্রাপ্ত মেয়র আবু সাঈদ, প্রধান শিক্ষক রইচ উদ্দিন প্রাং, সহকারী শিক্ষক খাদিজা খাতুন, মোরশেদা খাতুন, মমতা আক্তার, জুঁই খাতুন, মনিরা খাতুন প্রমুখ। 

পরে  উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, দুঃস্থ ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যানগাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী এবং বিভিন্ন বিদ্যালয়ে ব্রেঞ্চ  বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, অফিসার ইনচার্জ আব্দুর রউফ, সহকারী প্রোগ্রামার মাফুজুর রহমান নয়ন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, শাহজাহান চৌধুরী, বেলাল হোসেন, আবু জাফর মন্ডল, শহিদুল ইসলাম, আব্দুল মোত্তালিব মোল্লা প্রমূখ।   

বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলা ১১টায় প্রধান অতিথি শিবগঞ্জ থানা পরিদর্শন করেন

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews