মোস্তাকিম রুবেল শিবগঞ্জ (বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় আবির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় শিবগঞ্জ উপজেলার পৌরসভার বানাইল গ্রামে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত আবির রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহেন শাহ্’র ছেলে ও স্বপ্নসোপান কে.জি স্কুলের ২য় শ্রেণির ছাত্র বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, শিবগঞ্জ থানা সংলগ্ন রাঙ্গামাটিয়া সড়কে একটি ট্রাক যাহার নং বগুড়া ড-১১-১১০০ পিছনের দিকে নেওয়ার সময় ওই শিশুটি বাই সাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চালকরে অসতর্কতার কারণে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।