মোঃ সিফাত রানা চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি– চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ উপজেলার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববা (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোবারকপুর ইউনিয়নের চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের শুভ উদ্বোধন করা হয়।
বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য দেন জনাব মোঃ মাহমুদুল হক হায়দারী (মিয়া) চেয়ারম্যান মোবারকপুর ইউনিয়ন পরিষদ, বলেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর ২ দিনের কর্মসূচি কমিয়ে শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর দিন (১ সেপ্টেম্বর) অনাড়ম্বরভাবে পালন করা হচ্ছে।
তিনি আরো বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
এই সময়ে আরও উপস্থিত ছিলেন- সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা মোঃ নুরুল ইসলাম (মারুফ) সাবেক সাধারণ সম্পাদক যুবদল মোবারকপুর ইউনিয়ন মোঃ আল আমিন হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারকপুর ইউনিয়ন বিএনপি মোঃ আনসারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল শিবগঞ্জ উপজেলা মোঃ সেতাউর রহমান সাবেক সংগঠনিক সম্পাদক মোবারকপুর ইউনিয়ন বিএনপি মোঃ জালাল উদ্দিন জেম, অত্র অনুষ্ঠানে সভাপতি করেন আল-আমিন সিনিয়র সহ-সভাপতি মোবারক পুর বিএনপি
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ।