1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
শিবগঞ্জ পৌরসভার মেয়র হলেন মানিক » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রথম একনেকে অনুমোদন পেল জ্বালানি ও খনিজ সম্পদ’র বড় দুটি প্রকল্প কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সারিয়াকান্দিতে মানববন্ধন ও কর্মবিরতি ফুলবাড়ীতে ক্ষুদ্রঋণের ব্যবহার ওদক্ষতা উন্নয়নে সেমিনার বদরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও পথসভা  বগুড়ার আদমদীঘিতে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারছবি জয়পুরহাটে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে শিক্ষকরা ফুলবাড়ীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাঁচবিবিতে কৃষকের কলাগাছ কেটে ফেলার অভিযোগ সাঁথিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার বগুড়ার শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত লালমনিরহাটে সড়কের পাশে পড়েছিলো বৃদ্ধের নিথর মরদেহ! গাইবান্ধা সাদুল্লাপুর হতে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২   রাজশাহীতে বেতনের দাবিতে  কারখানার শ্রমিকদের বিক্ষোভ

শিবগঞ্জ পৌরসভার মেয়র হলেন মানিক

বগুড়া প্রতিনিধিঃ-
  • শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৭৩ বার পঠিত
শিবগঞ্জ পৌরসভার মেয়র হলেন মানিক
print news

বগুড়া প্রতিনিধিঃ- বগুড়া শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আবারও তৌহিদুর রহমান মানিক জয়লাভ করেছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে  ৮ হাজার ১৩১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিজ্জাকুল রহমান রাজু হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০টি।

অপর দুই প্রার্থীদের মধ্যে  হামদান মণ্ডল জগ প্রতীকে ১৭২ ভোট এবং মোবাইল ফোন প্রতীকে আব্দুল খালেক ২১০ ভোট পেয়েছেন।

শনিবার বিকাল ৫টার দিকে এ তথ্য জানান বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান। 

২০১৫ সালে তৌহিদুর রহমান মানিক সরকার দলীয় থেকে মনোনয়ন নিয়ে প্রথমবারের মত শিবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ৩০ জানুয়ারি আবারও শিবগঞ্জে পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ২৮ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মানিক পদত্যাগপত্র জমা দেন এবং তার পদত্যাগপত্র গৃহীতও হয়। তবে মানিক মনোনয়ন পেলেও জাপাকে আসন ছেড়ে দেওয়ায় তিনি আবারও পৌরসভার উপনির্বাচনে প্রার্থী হন এবং জয়লাভ করেন। 

এদিকে, সকাল ৮টায় ১১টি কেন্দ্রে  ইভিএমে ভোটগ্রহণ শুরু  হয়ে বিরতিহীন বিকাল চারটা পর্যন্ত চলে। ভোটে পুরুষ- নারী উভয় ভোটারদের উপস্থিতি ব্যাপক ছিল।  শুধুমাত্র বেলা সাড়ে ১২টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের নাটমরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর বুথে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় একটি বুথে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই বুথের ভোটাররা। অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়েই কেন্দ্র ছাড়েন। পরে দেড়টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।   এছাড়া আর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান বলেন, সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ১১টি কেন্দ্রে  উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়৷  ১৯ হাজার ৪৭৩জন ভোটারের মধ্যে ১২ হাজার ৯২৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোট কাস্টিং ভোটের শতকরা হার ৬৬ দশমিক ৩৬  শতাংশ।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews