নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: শিয়ালকোল আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের চার তলা একাডেমিক নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জানুৃয়ারি) সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিমের আয়োজনে নব নির্মিত চার তলা একাডেমিক নতুন ভবনের শুভ উদ্বেধন করেন সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিনা বেগম স্বপ্না প্রধান অতিথির বক্তব্যে বলেন, নতুন বছরে ছাত্র ছাত্রী ভর্তি ও নতুন শিক্ষা কারিকুলাম পাঠ্যপুস্তক কার্যকমে এগিয়ে নেওয়ার জন্য দ্রুত একাডেমিক ভবনের উদ্বোধন করা হলো। তিনি তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাঙ্গনের ব্যাপক উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ প্রযুক্তি শিক্ষার বিকাশে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে আরো সমৃদ্ধশীল করতে সরকার নানানমূখী কর্মসূচী হাতে নিয়েছে। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান। সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আগামী প্রজন্মকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এছাড়া মাদক, তামাকমুক্ত সমাজ গঠনে সকলের ভুমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজের অবহেলিত প্রতিবন্ধীদের এগিয়ে আসার আহ্বান করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সোহেল মাহমুদ।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্রসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।