পাবনা প্রতিনিধি- আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পতাকার তলে সমাবেত হয়ে সোনার বাংলা গড়ব। আমার সোনার মানুষ বাঔকোলা বাসি।
আমার পিতার অসমাপ্ত রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই।
আপনাদের দঃখ দুর্দশার কথা শুনতে চাই। আমি আপনাদের পাশে থেকে সব সময় কাজ করতে চাই। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড় চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে রবিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষীপুর ইউনিয়নের বাঔকোলা সরকারি প্রাথমিক
বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব বক্তব্য দেন।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেনের সঞ্চালনায়
বক্তব্য দেন
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক হোসন পান্না,
চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল,
বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম,
দেবোত্তর ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ লক্ষীপুর ইউনিয়নের ৭,৮,৯ ও ৪ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক বক্তব্য রাখেন।
উক্ত নির্বাচনী জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।