শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ- শেরপুরে খানপুর ইউনিয়নের গজারিয়া এলাকায় অবৈধভাবে বালুর উত্তোলন করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেন।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর ) খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে এ অভিযান চালান।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন সময় সেখানে উপজেলা প্রশাসন অভিযান দিয়ে জরিমানা করার পরও অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন রোধ হচ্ছে না।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিধান চালান। অভিযানে স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন। অভিযান টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। সেখানে বালু উত্তোলনের সরঞ্জাম দুটি শ্যালো মেশিন, একটি পাম্প, একটি টিউবওয়েল জব্দ করেন ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন বালু উত্তোলন করে আসছে। প্রশাসন বারবার অভিযান চালালে কয়েকদিন বন্ধ থাকার পর আবারো বালু বা জমির মাটি কেটে পুকুর খনন করেই যাচ্ছে। বিগত কয়েক বছরে প্রায় শত বিঘা জমি খনন করেছে।
এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম, আসামীরা পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। মাটি কাটা ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারী ভূমির দস্যুদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।