1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
শেরপুরে সাংবাদিক লাঞ্ছনা : এসআই ও কনস্টেবল প্রত্যাহার » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
উত্তপ্ত ভারতের মণিপুর, বন্ধ ইন্টারনেট সেবা ড. ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন বেনাপোলে কৃতি সন্তান সংবর্ধিত ফুটবলার রাহুল শেরপুরে জমি নিয়ে দ্বন্দ : দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯ নওগাঁয় বিএনপি’র ত্রাণ তহবিলে সাড়ে ৩ লক্ষ টাকা জমা দিলেন সাবেক এমপি শামসুজ্জোহা হিলি সীমান্তে ব্যাবসায়ীদের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত পাবনার হান্ডিয়াল পশ্চিমপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ  কুড়িগ্রামের ফুলবাড়ী কৃষি অধিদপ্তরের আয়োজন অনুষ্ঠান পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত  হিলিতে ইসলামি ব্যাংক উপ-শাখার গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে ঢুকতে দিবেন না শিক্ষার্থীরা  জ্ঞান হারানোয় খোয়া গেল ব্যবসায়ীর ৯লক্ষ টাকা! রাজশাহীতে মারপিট করে প্রবাসির বাড়ি দখল হামলা লুট-ভাঙচুরের অভিযোগ ব্যাটারি চালিত টলি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু  ফুলবাড়ীতে কমেছে কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের দাম

শেরপুরে সাংবাদিক লাঞ্ছনা : এসআই ও কনস্টেবল প্রত্যাহার

শেরপুর বগুড়া প্রতিনিধঃ-
  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪৩ বার পঠিত
শেরপুরে সাংবাদিক লাঞ্ছনা : এসআই ও কনস্টেবল প্রত্যাহার
print news

বগুড়ার শেরপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে হাইওয়ে পুলিশ ক্যাম্পের দুই সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) চন্দন বর্মণ ও নারী কনস্টেবল হাবিবা খাতুন

আজ মঙ্গলবার (০৯জুলাই) বিকেলে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সৈয়দ আবুল হাশেম এই তথ্য নিশ্চিত করেন। গত সোমবার (০৮জুলাই) রাতে তাদের প্রত্যাহার করে বগুড়ার হাইওয়ে রিজিয়ন পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) সৈয়দ আবুল হাশেম বলেন, গত সোমবার দুপুরে হাইওয়ে ক্যাম্প চত্বরে দায়িত্ব পালনের সময় কনস্টেবল হাবিবা খাতুন ও উপপরিদর্শক চন্দন বর্মণ দুইজন সংবাদকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এই কারণে ক্যাম্প থেকে তাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত

পুলিশ ও সাংবাদিকরা জানান, সোমবার দুপুরে তথ্য সংগ্রহের কাজে দৈনিক যুগান্তরের শেরপুর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে যান। এসময় এই ক্যাম্পে প্রধান ফটকে দায়িত্বরত নারী কনস্টেবল মোছা. হাবিবা খাতুন তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় দৈনিক ডেল্টা টাইমস পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম হাইওয়ে ক্যাম্পে গেলে উপপরিদর্শক চন্দন বর্মণ তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে শরীরিকভাবে লাঞ্ছিত করেন।

জানতে চাইলে বগুড়া হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার আলী আহমেদ হাশমী বলেন, এই ধরনের আচরণ খুবই দুঃখজনক। তাই ওই ঘটনায় তাদের দুইজনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

উল্লেখ্য : উপপরিদর্শক চন্দন চন্দ বর্মণ আড়াই মাস আগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানা থেকে বদলি হয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে আসেন।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews