1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
শেরপুর পৌর শহর ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই শাস্তি » Daily Bogra Times
Logo সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন দিলেন ট্রাম্প দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই : বাণিজ্য উপদেষ্টা লন্ডন ডার্বি ড্র, দাপুটে জয় পেলো ম্যান ইউনাইটেড দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত মন্ত্রণালয় পরিবর্তন হচ্ছে উপদেষ্টাদের কে কী পাচ্ছেন বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন তামিম ও আশরাফুল বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত বগুড়ায় পেট্রোল পাম্পে তেলের ওজনে কারচুপি, লক্ষ টাকা জরিমানা বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ডাকাত : গৃহবধুকে হত্যার পর লাশ ফ্রিজে হাকিমপুর নারী উদ্যোক্ত ফোরামের অফিস উদ্বোধন ভারতে পালানোর সময় পৌর আ’লীগের সভাপতি বেনাপোলে আটক মান্দায় শ্রমিক দলের সংগঠন শক্তিশালী             ও গতিশীল করার লক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত  পাঁচবিবিতে হাত পা বাধা এক ভ্যান চালকের লাশ উদ্ধার  উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ফারুকী, মাহফুজসহ ৫ জন ঘোড়াঘাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শেরপুর পৌর শহর ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই শাস্তি

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
শেরপুর পৌর শহর ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই শাস্তি
print news

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ– বগুড়ার শেরপুর পৌরসভার রাস্তায় মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২টায় পৌর এলাকার বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করে অর্থদণ্ড এবং নির্মাণ সামগ্রী জব্দ করেন শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রেজাউল করিম।

এ সময় শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শেরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

শেরপুর পৌরসভা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ পৌর শহরের রাস্তায় ও ঢাকা বগুড়া মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ও ট্রাক ভ্যান রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্য এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ১৬ হাজার টাকা অর্থদণ্ড ও ৪৫০ সিএফটি বালু ও ২০ সিএফটি খোয়া জব্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রেজাউল করিম বলেন, পৌর শহরের আঞ্চলিক ও মহাসড়ক প্রতিবন্ধকতা মুক্ত রাখতে আমরা কাজ করছি। আগামাী সোমবার থেকে ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হবে। নিজ দায়িত্বে প্রতিবন্ধকতা অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews