1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়ায় এমপিপুত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাকী বিল্লাহ সরে দাঁড়ালেন » Daily Bogra Times
Logo শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিরামপুরে হানাদার মুক্ত দিবস উদযাপন  পাঁচবিবিতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী-শাহজাহানপুর কাঁচা সড়কটি পাকাকরণ না হওয়ায় দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী ধর্ষণ বিষয়ে যা বললেন অভিনেত্রী মম মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোঁর রায়পুরায় বিজয় দিবস,শহিদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভাঙ্গুড়ায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ                                                        নিজের বাল্য বিয়ে নিজেই বন্ধ করে এখন লেখাপড়ার পাশাপাশি সংসার চালাচ্ছে শারমিন আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা ডিমলায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত সাঁথিয়ায় হাটে পিতা-পুত্রকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা বেনাপোল পোর্ট থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৪ জন আটক সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানববন্ধন  সিংড়ায় অর্থনৈতিক শুমারী’র ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়ায় এমপিপুত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাকী বিল্লাহ সরে দাঁড়ালেন

মাসুদ রানা, পাবনা প্রতিনিধিঃ-
  • সোমবার, ১৩ মে, ২০২৪
সংবাদ সম্মেলনে ভাঙ্গুড়ায় এমপিপুত্রের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাকী বিল্লাহ সরে দাঁড়ালেন
print news

পাবনা প্রতিনিধি- পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনারস প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বাকী বিল্লাহ। তিনি স্থানীয় সংসদ সদস্য মোকবুল হোসেনের চেয়ারম্যান প্রার্থী গোলাম হাসনাইন রাসেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন।

রবিবার (১২ মে) পাবনা প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাকী বিল্লাহ।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে পাবনা ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে আমার কর্মী সমর্থকদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন ভয়-ভীতি প্রদর্শন দেখানোর কারণে নির্বাচনের ব্যাপক প্রভাব পড়েছে। 

আমার কর্মী সমর্থকরা ঘর থেকে বের হতে পারছে না। এমপিপুত্র রাসেল ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। বাবা এমপি আর ছেলে উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলে আমাদের মত দীর্ঘদিনের বঙ্গবন্ধুর আদর্শের পরিক্ষিত ব্যক্তির জন্য জায়গা কোথায়?

তিনি আরও বলেন, এমপি মকবুল হোসেন ও তার পুত্র রাসেল রাজনীতিকে পরিবর্তন করে ফেলেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে এগিয়ে গ্রেফতার হয়ে জেল খেটেছি, বারবার লাঞ্ছিত হয়েছি, তখন এমপি মকবুল ও তার পুত্র রাসেলের রাজনীতির কি পরিচয় ছিল? 

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন এমপির স্ত্রী-সন্তানরা উপজেলা নির্বাচন করতে পারবে না, তারপরও সেই ঘোষণা উপেক্ষা করে নির্বাচন করছে রাসেল।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করায় কিছু আওয়ামী লীগ নেতা কর্মীর উপরে ব্যাপক নির্যাতন করা হয়েছে, থানায় এসবের অভিযোগ দিয়েও কোন লাভ হয় নাই। 

আমার উপজেলা নির্বাচনে আমার কর্মী সমর্থকদের উপর হামলা মামলার ভয় ভীতি প্রদর্শনের কারণে আমার কর্মীরা হতাশাগ্রস্থ। এমন পরিস্থিতিতে আমার নির্বাচন করা মোটেও সম্ভব না তাই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, হাসিনুর ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠি। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ মো. বাকী বিল্লাহ (আনারস), 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ মো. গোলাম হাসনাইন রাসেল (মোটরসাইকেল)।  তিনি পাবনা-৩ এর সাংসদ আলহাজ মো. মকবুল হোসেন এর বড় ছেলে। অপরজন হলেন, পাবনা জেলা কৃষকলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজ (ঘোড়া)।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews