মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন তেলকুপি গ্রামস্থ হাইওয়ে রাস্তার পাশে কাজী শাহীনের পুকুর থেকে মঙ্গলবার সকালে এক অটোবাইক চালকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি পাবনা সদর থানার মনোহরপুর গ্রামের রায়হানের ছেলে রবিউল ইসলাম (৪৫)।
জানা যায়, মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে তেলকুপির শাহীন কাজীর পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনা জানাজানি হলে মৃতের ছেলে এসে লাশ শনাক্ত করে। নিহতের ছেলে হাসিবুল হক জানায়, গত রবিবার সন্ধ্যার আগে ব্যাটারি চালিত অটোবাইক চালানোর জন্য বের হয়ে আর বাড়ি ফেরেনি তার বাবা। সোমবার তারা পাবনা সদর থানায় হারানো জিডি করে। মঙ্গলবার লাশ উদ্ধারের খবর পেয়ে আতাইকুলা থানায় এসে পিতার লাশ সনাক্ত করে সে।
পাবনা সদর সার্কেলের এএসপি মাহফুজ আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, রবিউল পেশায় অটোবাইক চালক। ধারণা করা হচ্ছে, রবিবার রাতের কোন এক সময় হত্যা করে লাশ ফেলে অটোবাইক নিয়ে যায় দুর্বৃত্তরা। থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ক্লু উদ্ধারের চেষ্টা চলছে।