মনসুর আলম খোকন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া হাই স্কুল মাঠে বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, নূর মোহাম্মদ মাসুম বগা, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মোর্শেদ জ্যোতি, ধোপাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন খান,সাঁথিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর নজমুল বারী নাহিদ, পৌর বিএনপি’র সদস্য সচিব সিরাজুল ইসলাম মল্লিক প্রমুখ।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফ আলী, মাহবুব এ হাসান টিটো, নজরুল ইসলাম, এ্যাড.শামসুজ্জামান নান্নু,সাইফুল ইসলাম,যুবদলনেতা রিপন হোসেন,ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।