1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
সাঁথিয়ায় মাদরাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাণীনগরে আমন ধান রোপনে ব্যস্ত কৃষক  রাণীনগর-আত্রাইয়ে বিএনপি-জামায়াতের ১৭নেতা-কর্মী গ্রেফতার ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের পাকিস্তানকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো বানাতে চান গিলেস্পি শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি : শেখ হাসিনা সাঈদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকার চেক দিল বেরোবি সরকারকে আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জাতিসংঘর সরকারের ব্যর্থতা ঢাকতে বিএনপিসহ সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার : মির্জা ফখ্রুল অলিম্পিকের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী আদমদীঘিতে অবসপ্রাপ্ত স্কুল শিক্ষকের লাশ উদ্ধার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা সাঁথিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত  রাজশাহী তানোরে পরোকিয়ায় বাঁধা দেয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা  পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-ধ্বংসযজ্ঞ : হারুন

সাঁথিয়ায় মাদরাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৫ বার পঠিত
সাঁথিয়ায় মাদরাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
print news

মনসুর আলম খোকন,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় মাদ্রাসার টিনের চাল থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তানজিল (০৭) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত তানজিল করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মিন্টু প্রামানিকের ছেলে। এ ঘটনায় মাদরাসা সুপারের শাস্তির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (০৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এর আগেও গত শুক্রবার বিল্লাল (০৯) নামের অপর এক শিশু ঐ টিনের চালেই বল আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তানজিল বন্ধুদের সাথে খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার টিনের চালের উপরে আটকে গেলে তানজিল গ্রিল বেয়ে উপর থেকে সেটি আনতে যায়। এসময় টিনের চাল বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে যায়। তার কিছুক্ষণ পর মাটিতে ছিটকে পরে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, গত শুক্রবারে পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার ঐ টিনের চালে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে বেল্লাল নামে একটি ছেলে। এর পরেও মাদ্রাসা কর্তৃপক্ষ  বিদ্যুৎ মেরামতের কাজ করেননি? নাকি ছেলেরা চাল থেকে বল আনায় টিনের ক্ষতি হয় বলেই কি চাল বিদ্যুতায়িত করে রেখেছিল কর্তৃপক্ষ? এটা আমাদের এলাকাবাসীর প্রশ্ন। তারা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করছেন।

পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব আব্দুল ওয়াদুদ জানান, শুক্রবারে একটি ছেলে বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর আমরা বিদ্যুৎ চেক দিয়ে দেখছিলাম। কোথাও তো সমস্যা পাই নাই। আজ কিভাবে যে কি হলো ঠিক বুঝে উঠতে পারছি না।

এদিকে কর্তব্য অবহেলার দাবিতে মাদরাসার সুপারের বিরুদ্ধে দুর্ঘটনার পর থেকেই বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

বেড়া উপজেলা আবাসিক অফিসার (আরএমও) মাহমুদুল করিম রাজু জানান, ছেলেটিকে হাসপাতালে আনার পর আমাদের কর্তব্যরত চিকিৎসক বুঝতে পারে ছেলেটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। 

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews