মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি: শুক্রবার ( ২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া সদরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মিছিলে আ’লীগ প্রার্থীর কর্মীদের হামলায় ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল।
জানা গেছে,বিকেলে বোয়াইলমারী বাজারে নির্বাচনী সভায় স্বতন্ত্র প্রার্থী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী সভা ছিল। এতে অধ্যাপক আবু সাইয়িদ, বেড়া পৌরসভার সাবেক মেয়র আবদুল বাতেন, সাঁথিয়া উপজলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দেলোয়ার, সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় থানার সামনে অবস্হিত আওয়ামী লীগ অফিস থেকে ইট পাটকেল নিক্ষেপ করে নৌকা প্রতীকের সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনের নেতৃত্বে চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী এই হামলা চালায়।