আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচঁচিয়া)
আসনের সাংসদ ও খাদ্য মন্ত্রাণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাঁন মুহাম্মাদ
সাইফুল্লাহ আল বাধনকে এক বিশাল গণ সংবর্ধনা দিয়েছে সান্তাহার নাগরিক
কমিটি। গতকাল ( শনিবার) সন্ধায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে এই গন সংবর্ধনা
অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আদমদীঘি উপজেলার বিভিন্ন দাবী পূরন করার জন্য বক্তাগন
সাংসদের কাছে আহবান জানান। সাংসদ বাঁধন সে সেসব দাবী পর্যায়ক্রমে কার্যকর
করার আশ্বাস প্রদান করেন।
সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও গণ সংবর্ধনা নাগরিক কমিটির আহবায়ক
সাইফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে উক্ত গণ সংবর্ধনা সভায় বিভিন্ন স্কুল-কলেজ ও
নানা সামাজিক সংগঠন থেকে প্রায় শতাধিক ক্রেষ্ট ও পুস্পমাল্য দেওয়া হয়। উক্ত সভায়
মাণপত্র পাঠ করেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন। বক্তব্য রাখেন
সাবেক সাংসদ ও গর্ভনর কছিম উদ্দীন আহমেদ, আদমদীঘি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা
চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা
গোলাম মোর্শেদ, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল
হমিদ ফুতু, জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক
ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন, সান্তাহার প্রেস ক্লাবের সাধারন
সম্পাদক মোঃ খায়রুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় বিপুল পরিমান স্কুল কলেজের শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন
পেশাজীবী শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।