আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমির জমি দখল ও গাছ কর্তনের
অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
এসময় শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবী জানায়।
জানা যায়, সান্তাহার সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমির (এসএমাআই উ”চ বিদ্যালয়)মূল ফটকের পাশে
বিদ্যালয়ের জায়গায় দীর্ঘদিনের একটি বড় আকারের আম গাছ লাগানো ছিলো।
গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার ছুটির দিনে ওই বিদ্যালয়ের পাশ্ববর্তী জনৈক আকবর হোসেন নামের এক ব্যক্তি নিজের জায়গা দাবী করে গাছ কর্তন করেন৷ এমন
অভিযোগ তুলেছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা। এ ব্যাপারে সুবিচারের দাবীতে বিদ্যালয়ের কমিটির পক্ষে থেকে গত রবিবার
(১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ১৫ দিন
পেরিয়ে গেলেও ঘটনার এখনো কোন সুরাহা হয়নি বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সড়কে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ নেয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা
হচ্ছে।