আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায়
প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল এই রুটের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
গত শুক্রবার দুপুর ২ টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাতিয়ানগ্রাম স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন
বিকল হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর সান্তাহার জংসন ষ্টেশন থেকে একটি অন্য ট্রেনের
ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে সান্তাহার স্টেশনে নিয়ে আসে। নানা প্রক্রিয়ার শেষে
এরপর ট্রেনটি দেড় ঘন্টা পর ঢাকার উদ্ধেশ্য ছেড়ে যায়।
সান্তাহার জংসন স্টেশন মাস্টার মোঃ হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেন।