সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: শারদয় দুর্গাপুজা উপলক্ষে সাপাহার থানার সকল মন্দির, মন্ডপ এর পুরোহিত, সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভা রবিবার দুুপুর ১২টায় সাপাহার থানা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার থানার আয়োজনে ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিমিনয় সভায় সুন্দর, সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে পুজা উদ্যাপনের বিশেষ দিক তুলে ধরে থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রায়হান কবির, সাপাহার উপজেলার তিলনা হিন্দুপাড়া দুর্গামন্দিরের সভাপতি শ্রী স্বপন কুমার পাল, সাপাহার শাহাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি, শ্রী মানিক সাহা, সাপাহার প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক তছলিম উদ্দীন, বাবুল আকতার প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় ওই মতবিনিময় সভায় উপজেলার সকল মন্দির ও মন্ডপের সভাপতি, সম্পাদক ও পুরোহিতগন সেখানে উপস্থিত ছিলেন।