সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ “সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ^ অহিংস দিবস পালনে নওগার সাপাহারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্টে’র সহযোগীতা ও সাপাহার পিএফজির আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলার জিরো পয়েন্টে ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে দিবসের তৎপর্য তুলে ধরে সাপাহার পিএফজির এ্যাম্বাসিডর নুরুল হক মাস্টার, মনোয়ারুল ইসলাম, মতিউপর রহমান মতি, সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন, গোয়ালা ইউপি সদস্য মহিলা মেম্বার হাসিনা পারভীন, সাপাহার সদর ইউপি সদস্য মরিয়ম বেগম প্রমুখ বক্তব্য প্রদান করেন।
এসময় সাপাহার উপজেলা পিএফজি’র সকল সদস্য স্থানীয় সুশীলসমাজ ছাত্র শিক্ষক সহ শতাধিক মানুষ অনুষ্ঠিত ওই মানব বন্ধনে উপস্থিত ছিলেন।