পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল ৫টায় মডেল মসজিদের প্রাঙ্গনে উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য মাওলানা ক্বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মু. জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মু. তোফাজ্জল হোসেনসহ উপজেলার জামায়াতের সকল শ্রেনির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।