পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী লিখন মিয়া।
শুক্রবার (১২ এপ্রিল) সকালে খবর শুনেই ছুটে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করে পাশে দাঁড়ান।ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা ও ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন।
এসময় এলাকার জনসাধারণসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ২টার দিকে দিনমজুর টিপু প্রামানিকের গোয়ালঘরে থাকা ৩টি গরুর মধ্যে ২টি গরু ও ২ ছাগল পুড়ে যায়। আরও একটি গাভির শরীরের ৮০ ভাগ ঝলসে গেছে। গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়।