পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে স্কুল পর্যায়ে বন্যা প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২ অক্টোবর) দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি ব্র্যাকের আয়োজনে খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অত্র বিদ্যালয়ের সহযোগিতায় মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাটশেরপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা।
এসময় আরোও বক্তব্য রাখেন,বগুড়া জেলা ব্র্যাকের সমন্বয়ক বাবলী সুরাইয়া, ডেপুটি ম্যানেজার ডিআরএমপি সানজিদা আক্তার, তানজিলা রাব্বী নদী, খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাফি,খোর্দ্দবলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য আকিবুর রহমান মিল্টন, সাংবাদিক রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফিল্ড কো-অডিনেটর রেদওয়ানুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য: স্কুল পর্যায়ে বন্যা প্রস্তুতি বিষয়ক মহড়ায় যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন এবং বিপদে আতঙ্কিত না হয়ে বরং তা মোকাবিলা করার কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা ও মহড়া করা হয়।