পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:: বগুড়ার সারিয়াকান্দিতে নিজ ঘরের ফ্রিজ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরোজ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ইমরোজ পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের মৃত নবির বকশো প্রামানিকের ছেলে। সে সারিয়াকান্দি এলজিইডি অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সে দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় নিজ বসত ঘরের ফ্রিজ পরিস্কার করতে গেলে অসাবধানতাবশতভাবে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মারাত্বক আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরোজকে মৃত ঘোষনা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।