পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
আজ শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাটিচর এলাকার ৪শ পরিবারের পানিবন্দি বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এর আগে বন্যা কবলিত এলাকার মানুষের খোঁজ-খবর নেন।
এসময় বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফসানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান, পৌর মেয়র মতিউর রহমান মতি, প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা মোঃ তারিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।