পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পৌর হিন্দুকান্দি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাওহিদ ইসলামের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ,নিয়োগ বাণিজ্যের অভিযোগের তদন্ত শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত ১৭ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে অভিযোগকারীদের নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হালিম। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষে একাডেমিক সুপার ভাইজার মিলন হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। অভিযোগকারীদের বক্তব্য শুনে ও লিখিতভাবে গ্রহণ করে তদন্ত কমিটি। তবে সেসময় অভিযুক্ত অধ্যক্ষ তাওহিদ ইসলামের উপস্থিতি পাওয়া যায়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে,অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাওহিদ ইসলাম ও তার পিতা মৃত আলী আজগর মাস্টার গত ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপিত করেন। কলেজ খুলে শিক্ষকদের নিকট থেকে লাখ লাখ টাকা নগদ অর্থ গ্রহণ করে। অধ্যক্ষ চাকুরি স্থায়ী করণ করার কথা বলে পর পর টাকা গ্রহণ করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছে। এছাড়াও প্রতিষ্ঠানের নামে ২৯ শতাংশ জমি থাকলেও সামনের ৮ শতাংশ জায়গা নিজ নামে দলিল করে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের সাথে প্রতারণা করেছে। অধ্যক্ষ চাকুরি দেওয়ার নামে উক্ত প্রতিষ্ঠানটি গড়ার লক্ষ্যে প্রায় দেড় কোটি টাকা গ্রহণ করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে লেখালেখিও হয়।
এ বিষয়ে উপজেলা তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল হালিমের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগকারীরা উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করবো।