পাভেল মিয়া, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে জমেলা বেগমকে ভাঙ্গা ঘর মেরামতের জন্য দুই বান্ডিল ঢেউ টিন প্রদান করা হয়েছে। সে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের ভেটুর মোড় এলাকার সুলতান প্রামানিকের স্ত্রী।
জানা গেছে, ভাঙা ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন অসহায় জমেলা বেগম। আর্থিক অসচ্ছল থাকায় ভাঙা ঘর মেরামত করতে পারেননি তিনি। বিষয়টি মানব কল্যাণ ফাউন্ডেশন জানতে পেলে
শুক্রবার সকালে মানবিক সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন এর সহযোগিতায় এ ঢেউ টিন প্রদান করা হয়। টিন পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি লিটন মাহমুদ, সহসভাপতি সাজেদুর রহমান রুবেল, ইউসুফ আলী,সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান, দপ্তর সম্পাদক মিল্লাত বাবু,প্রচার সম্পাদক সাংবাদিক পাভেল মিয়া, পৌর বিএনপির সাঃ সম্পাদক শরিফুল ইসলাম হিরাসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।