1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই, গুগলকে চ্যালেঞ্জ » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের ২৪৫ রানের লক্ষে ব্যাট করছে আফগানরা মন্ত্রণালয়ে বৈঠকের পর শ্রমিকদের অবরোধ প্রত্যাহার পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ছিনতাই, মূলহোতা আটক কারমাইকেল কলেজের ১০৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জয়পুরহাটের ১ম শহীদ বদিউজ্জামান মন্ডলের ১১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় ইউপি চেয়ারম্যান সুমন গ্রেফতার গাইবান্ধায় সাব-রেজিস্ট্রি অফিসের কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে, প্রভাবশালীদের দৌরাত্ম্য শেরপুরে রাস্তা সংকুচিত করে বাজার, চলাচলে চরম ভোগান্তি সারিয়াকান্দিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা বিশেষ প্রশিক্ষণ কালাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ দেড় বছর পর হিলি স্থলবন্দরে চাল আমদানি শুরু সিন্ডিকেট ভাঙতে বগুড়ায় ৮ টাকায় মিলছে ৭ পদের নিত্যপন্য বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন লাখ টাকা জরিমানা বাণিজ্য উপদেষ্টা হত্যা মামলার আসামি কি না, তদন্ত চলছে লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই, গুগলকে চ্যালেঞ্জ

নিউজ ডেস্কঃ-
  • রবিবার, ১২ মে, ২০২৪
সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই, গুগলকে চ্যালেঞ্জ
print news

আগের বছরের প্রযুক্তি প্রবণতা অনুসরণ করে ২০২৪ সাল হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময়। ওপেনএআই, এনভিআইডিএ, গুগল, মাইক্রোসফট ইত্যাদির মতো অনেক কোম্পানি বিভিন্ন এআই-চালিত সমাধানগুলি তৈরি করে চলেছে। এর মধ্যে, ওপেনএআই গুগলকে চ্যালেঞ্জ করার জন্য একটি নতুন এআই-চালিত সার্চ ইঞ্জিন প্রস্তুত করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ ইঞ্জিন ফিচার নিয়ে আসার পরিকল্পনা করছে ওপেনএআই। এর মাধ্যমে গুগল সার্চের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে কোম্পানিটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

আগামী সোমবার ফিচারটি উন্মোচন করতে পারে কোম্পানিটি। ব্লুমবার্গ ও দ্য ইনফরমেশনের প্রতিবেদন থেকে জানা যায়, অ্যালফাবেটের মালিকানাধীন গুগল কোম্পানি ও নতুন এআই স্টার্টআপ পারপ্লেক্সিটির সঙ্গে প্রতিযোগিতায় নামতে নতুন একটি সার্চ ইঞ্জিন তৈরির চেষ্টা করছে মাইক্রোসফট সমর্থিত ওপেনএআই।

আগামী মঙ্গলবার গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হবে। কোম্পানিটির এআইভিত্তিক বিভিন্ন পণ্য এই অনুষ্ঠানে তুলে ধরা হবে। তাই এই অনুষ্ঠানের আগেই ওপেনএআই নতুন সার্চ ইঞ্জিন উন্মোচন করতে পারে বলে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন।

ব্লুমবার্গের মতে, চ্যাটবট চ্যাটজিপিটিরই একটি এক্সটেনশন হবে ওপেনএআইয়ের সার্চ ইঞ্জিনটি। এর মাধ্যমে চ্যাটজিপিটি ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য ও উদ্ধৃতি তুলে ধরতে পারবে। টেক্সটের মাধ্যমে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে চ্যাটজিপিটি চ্যাটবট মানুষের মতো উত্তর দিতে পারে।

চ্যাটজিপিটিকে অনেক আগে থেকেই অনলাইনে তথ্য জানার বিকল্প হিসেবে আখ্যায়িত করেছেন প্রযুক্তি খাতের বিশ্লেষকেরা। তবে এটি নির্ভুল ও ওয়েবসাইট থেকে সাম্প্রতিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হয়েছে।

মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের সঙ্গে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আর গুগল তার সার্চ ইঞ্জিনেই এআই জেনারেটিভ ফিচার যুক্ত করেছে। ওপেনএআই প্রাক্তন গবেষক পারপ্লেক্সিটি নামের নতুন একটি স্টার্টআপ শুরু করেন। কোম্পানিটির মূলধন এখন ১০০ কোটি ডলার। এআইভিত্তিক সার্চের ইন্টারফেসের কারণে স্টার্টআপটি জনপ্রিয়তা পেয়েছে। এই সার্চ ইঞ্জিনের ফলাফল উদ্ধৃতি, টেক্সট ও ছবি দেখায়। গত জানুয়ারিতে এক ব্লগ পোস্টে কোম্পানিটি বলে, এতে ১ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পর ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হিসেবে পরিণত হয় চ্যাটজিপিটি। সেসময় প্ল্যাটফর্মটিতে ১০ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। তবে গত বছর চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়তে-কমতে দেখা যায়। ওয়েবসাইট ট্রাফিক ও পারফরম্যান্স বিশ্লেষণকারী সংস্থা সিমিলারওয়েবের মতে, ২০২৩ সালের মে মাসে প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি সক্রিয় ব্যবহারকারী ছিল। চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে চাপের মুখে রয়েছে কোম্পানিটি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews