সিংড়া প্রতিনিধি: “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নাটোরের সিংড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিলেক ৫টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় হয়, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা ইঞ্জিনিয়ার আহমেদ রফিক, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউয়ুদ, কিশোরকিশরী ক্লাবের শিক্ষক জুলহাস কায়েম, সিংড়া মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিন খান প্রমূখ।
এসময় অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন, পরে সেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত অনুদানের চেক প্রদান করা হয়।