সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ
জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা ও পৌর শাখা। বক্তারা বলনে গত
২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান
মন্ত্রী শেখ হাসিনার র্নিদেশে লগি বৈঠার দ্বারা ঢাকা
নয়াপল্টনে নৃশংস ভাবে মানুষ হত্যার করা হয়।
এ হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে সোমবার
(২৮ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা চত্বরের মুক্তমঞ্চে বিক্ষোভ
সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সংিড়া উপজেলা জামায়াতে আমির
অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহর সভাপতত্বিে সমাবেশে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের র্কমপরিষদের
সদস্য ও সিংড়া উপজেলা শাখার কেয়ার টেকার প্রফেসর সাইদুর
রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের
র্কমপরিষদের সদস্য ও সিংড়া পৌর শাখার কেয়ার টেকার আফছার
আলী মাষ্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এন্তাজ
আলী, পৌর জামায়াতের আমির সদরুল উলা, পৌর জামায়াতের
সেক্রেটারী মোঃ মিজানুর রহমান প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের
বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে।