নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচির উপজেলার ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে নগদ ৯৪ হাজার টাকা সহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয়।
চেয়ারম্যানকে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন বলেন, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন এই ইউপি চেয়ারম্যান। এসময় তাকে টাকাসহ হাতে-নাতে আটক করা হয়। পরে তার থেকে নগদ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিসহ ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে।