হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ- ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপণ, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নাসরীন সুলতানা, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য জুয়েল আহমেদ, লামিয়া আক্তার, শ্রাবণ প্রমুখ।