নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান বলেন, মুখে না বললেও বিদেশি পর্যবেক্ষকদের কথা ও আচরণে বোঝা যায়, কেউ কেউ অসন্তুষ্ট। তিনি বলেন, এবারের নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব পর্যবেক্ষণ করছে। ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তাই কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না।
নির্বাচন কমিশনার আরও বলেন, কমিশনের লক্ষ্য অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। তাই যখন যা দরকার তা অবশ্যই করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কেউ অযাচিত হয়ে কাউকে আটক না করে সেদিকে খেয়াল রাখার কথা জানান তিনি। ইসি আনিছুর বলেন, নিরাপত্তার স্বার্থে প্রায় সব কেন্দ্রে এবার সকালে ব্যালট পৌঁছাবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।